অবতক খবর: রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তাই ভোটের জন্য কলকাতা লিগে অভিযান শুরুর আগেই পিছোতে পারে ইস্টবেঙ্গলের ম্যাচ ।

ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্টও। ১১ জুলাই নির্বাচনের ফলাফল বেরবো। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১০ জুলাই। লাল-হলুদের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ।কিন্তু নিরাপত্তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠাতে হবে পুলিশকে। ফলে ১০ জুলাই দল নামানো সমস্যা তাঁদের পক্ষে।

পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফলের জন্য যে দল নামাতে সমস্যায় পড়তে হবে, সেকথা আগেই জানানো হয়েছিল আইএফএ-কে। শুধুমাত্র আইএফএ নয়, বাস্কেটবল, ভলিবল-সহ অন্যান্য ক্রীড়াসংস্থার কাছেও আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তারা অনুরোধ করেছে, ১০ জুলাই যেন তাদের কোনও খেলাই দেওয়া না হয়।

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর তরফ থেকে অবশ্য এব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে ইস্টবেঙ্গল-পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচ হয়তো পিছিয়ে যেতে পারে।