অবতক খবর,৮ জানুয়ারি: শুধু পশ্চিমবঙ্গ নয়,গোটা দেশ তথা দেশের বাইরে থেকে কলকাতার এসএসকেএম(SSKM) হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিদিন আসেন বহু মানুষ। কিন্তু এসেই হকচকিয়ে যান,কিভাবে কি করবেন বুঝে উঠতে পারেন না। যারা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন বলে ভাবছেন,তাদের জন্য আমাদের এই বিস্তারিত প্রতিবেদন —–

অনেকে কলকাতার এসএসকেএম(S S K M) তথা পিজি হসপিটালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন,কিন্তু বুঝতে পারেন না যে কোন দিন কোন আউটডোর খোলা থাকে। তার ফলে হসপিটালে আসার পরে অনেক সমস্যার সম্মুখীন হতেও হয় সাধারণ মানুষের।তাদের জন্য একটা ওপিডি লিস্ট !

🏥OPD LIST::SSKM HOSPITAL✅✅

⏺Monday to Saturday (everyday):

1) CARDIOLOGY

2)CTU

3)ENT

4)EYE

5)SKIN

6) SURGERY

7) MEDICINE

8) ORTHOPAEDIC

9) GASTROENTEROLOGY

10) PAEDIATRIC medicine

11) Gyne and maternity clinic

12) Psychiatry

13) PAC

⏺Monday, Wednesday & Friday

1) Nephrology

2) Urology

3) Rheumatology

4)Gastrosurgery

5) Respiratory medicine

6) Paediatric surgery

⏺Tuesday, Thursday & Saturday

1) Plastic surgery

2) Pulmonary medicine

🎯 Diabetes:Wed, Thu & sat

🎯 Thyroid: Mon, Tue & Fri

🎯PMR (School of physical medicine):Mon ,Tue ,Wed & Fri

দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে নয়, সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নিতে টিকিট কাটুন অনলাইনেই।

এবার সরকারি হাসপাতালের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ হয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে !!

এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট !!

আসুন দেখে নেওয়া যাক কি ভাবে এই সুবিধা পাওয়া যাবে;-

👉প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in

👉এরপর Select করুন ‘OPD Tickests Booking’ এই অপশন।

অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে-

http://onlinehmis.wbhealth.gov.in:8006

👉 এরপর একটি ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, যেটাতে আপনি OTP পেতে চান।

👉 এবার আপনার ফোনে প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ফেরিভাই করুন।

👉 নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menue থেকে Select করুন কোন সরকারি হসপিটালের OPDএর টিকিট নিতে চান সেটা দিন।

👉যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন,তাহলেই আপনার কাজ শেষ।

★ যে সমস্ত মেডিক্যাল কলেজ হসপিটালে এই সুবিধা চালু হলো সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো-

👉 N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL

👉 S.S.K.M HOSPITAL & IPGMER

👉 R.G.KAR MEDICAL COLLEGE & HOSPITAL

👉CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL

👉MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL

👉BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL

👉 IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES

👉MALDA MEDICAL COLLEGE & HOSPITAL

👉MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL

👉 BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL

👉NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL

👉PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/DEBEN MAHATO SADAR HOSPITAL

👉 COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL

👉RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

👉 DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

👉 RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & HOSPITAL

http://onlinehmis.wbhealth.gov.in:8006