অবতক খবর ,বীজপুর : এক যুবকের বিবাহে বাধা হয়ে দাঁড়ালো HIV পজেটিভ নামক মারন রোগ । গায়ে হ্লুদ হয়ে গিয়েছে,  বিয়েটা শুধু বাকী। যুবকটির নাম হল মান্না। কাউকে না জানিয়েই কল্যানীর এক যুবতীর সাথে বিয়ে প্রস্তুতি চলছিল। কিন্তু ওই যুবতী জানতই না তার হবু বর HIV পজেটিভ রোগে আক্রান্ত। তাকে এই মারন রোগের হাত থেকে বাচালো AIDS আক্রান্ত সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

এই বিয়ের খবর পেয়েই সরাসরি তারা মহকুমা শাসকের সাথে যোগাযোগ করে, বীজপুর থানায় চলে আসেন। এরপর পুলিশের সহযোগিতায় তাকে থানায় আটক করে নিয়ে আসে। কাউন্সেলিং  এর চেস্টা করা হয়। বিয়ের কথা স্বীকারও করেন যুবকটি।তবে HIV সংস্থার সভাপতি জানান, খুব অল্প সময়ের মধ্যে দুটি প্রাণকে বাঁচানো গেলো। যদি যুবতী পজেটিভ হতো তাহলে কোন ভয় ছিলো না। কিন্তু পাত্রী নেগেটিভ তাই এই ক্ষেত্রে দুজনেরই ক্ষতির সম্ভবনা ছিলো।

এলাকার বাসিন্দারা এই.আই.ভি  সংস্থার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন । তারা আরো বলেছেন যে এরকম ঘটনা যাতে কম হয় তার প্রয়াস করতে।