অবতক খবর,২৩ এপ্রিল: নৈহাটির ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পারার বাসিন্দা আবদুল কাদের। এই আবদুল পুলিশের ইনফরমাও কাজ করে। ৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ হেরয়িনের ব্যাবসা করে। আবদুলের আভিযোগ বেশ কয়েক বার তাদের বারনও করে ছিল এমন কি পুলিশ দিয়ে রেডও করিয়ে ছিল। সেই থেকেই তার উপরে রাগ।বিশেষ করে যারা এই হেরয়িনের ব্যাবসায়ী দের মদত দেয় তাদের রাগ।যারা মদত দেয় তারা হেরয়িনের ব্যাবসায়ী দের কাছ থেকে মোটা টাকা তোলা নেয়।

গতকাল রাতে যখন আবদুল কাদের বাড়ি ফিরছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং মারধর করে তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এমনটাই অভিযোগ সেখান থেকে পালিয়ে সে বাড়ি চলে আসলে তার গাড়িটি ভাঙচুর করে খালে ফেলে দেয় এরপর তার বাড়ি এসে চড়াও হয়। দুষ্কৃতীরা ভাঙ্গা হয় তার টালি দরজার গেট। সে যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালাকেও মারধর করা হয় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।যদিও বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান পার্থ ভৌমিকের সমর্থনে এই অসাধু কাজগুলো চলছে।