অবতক খবর,২৬ নভেম্বরঃ ABTA উত্তর ২৪ পরগনা জেলা দশম তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খড়দহ রবীন্দ্র ভবনের সামনে বি টি রোডের পাশে। রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ত্ব করেন সুরঞ্জিত দেব, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি। এই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি ডাক্তার গৌতম মুখার্জী, এছাড়াও বক্তব্য রাখেন অশোক রায়চৌধুরী উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক। বক্তব্য রাখেন এ বি টি এ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এবং এই প্রকাশ ও সমাবেশের প্রধান বক্তা ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান প্রাক্তন সর্বভারতীয় ছাত্রনেতা বিমান বসু।

 

খড়দহে নিখিলগঙ্গ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আসেন রাজ্যের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই রাজ্যে শিক্ষকদের অবস্থা খুব খারাপ। যারা আন্দোলন করছে তাদের পাশে গিয়ে সবাইকে দাঁড়ানো উচিত। পাশাপাশি এই সরকারের আমলে শিক্ষাঙ্গনে উপাচার্য, অধ্যাপক ও শিক্ষক বা শিক্ষা কর্মীদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার নিন্দা করেন তবে বোলপুরে বিশ্বভারতীতে যে ঘটনা চলছে তার জন্য উপাচার্যকেই দায়ী করেন।

নন্দীগ্রামের সমবায় ব্যাংকে বাম বিজেপির একত্রে তৃণমূলকে ধরাশায়ী করা ঘটনায় দলের তরফে বাম কর্মীদের শাস্তির মুখে পড়তে হয়েছে। এই বিষয় নিয়ে বিমান বসু বলেন, সমবায় ব্যাংকে বাম বিজেপি একসাথে নির্বাচন করেনি। আমরা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা দলকে না জানিয়ে একটি মঞ্চ করেছিলেন, সেকারণেই তাদের সতর্ক করা হয়েছে।

একই বৃন্তে দুটি ফুল, একটি পদ্মফুল আরেকটি ঘাসফুল। বাংলায় ঘুরে ঘুরে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সভা করছেন। তারপরেই একই জায়গায় সভা করছেন তৃণমূল। আর এই প্রসঙ্গকে সামনে রেখেই এই মন্তব্য বামফ্রন্টের চেয়ারম্যান প্রাক্তন সর্বভারতীয় ছাত্রনেতা বিমান বসু।

 

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি উত্তর ২৪ পরগনা জেলার দশম তম জেলা সম্মেলনের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে সরল হলেন বিমান বসু। মিঠুন চক্রবর্তীর বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এক জোটের কথার প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক। যেহেতু একে অপরের পরিপূরক তাই এটা নিয়ে কখনোই আলোচনা করা যায় না যে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সহ সবাই একজোট হও। তা কখনো হয়না।