অবতক খবর,১৩ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে নবীন দুই দিনের নবীনবরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মন্তেশ্বর গৌড়মোহন রায় কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত

বুধবার

মন্তেশ্বর কলেজ প্রাঙ্গণে মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ সভাপতি প্রতিমা সাহা, বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ আতিকুর রহমান শেখ, বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ গুফরানা খাতুন মল্লিক, জেলা পরিষদের সদস্য তন্ময় ব্যানার্জি , মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ, নারী শিশু কল্যাণ সমিতির, কর্মাধ্যক্ষ চুয়া সোম, সমিতির মৎস্য দপ্তরের কর্মদক্ষ হিল্লোল বন্ধু ,মন্তেশ্বর পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম, সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মদক্ষ ও সদস্য এবং কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, ও ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জাতীয় পতাকা উত্তোলন, কলেজ প্রতিষ্ঠারার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে, প্রদীপ জ্বালিয়ে কলেজের নবীন বরণ অনুষ্ঠান সূচনা করেন।

এই নবীনবরণ অনুষ্ঠানে অতিথিবরন ও

প্রতি বছরের মতন নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ, ও কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এর হাত দিয়ে অন্বেষা নামে কলেজের বাৎসরিক পত্রিকা (২০২৩-২০২৪) প্রকাশ করার মধ্য দিয়ে, কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীদের, ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীদের দ্বারা চন্দ্রযান অভিযান প্রদর্শনী, সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রদর্শনীর প্রতিযোগিতার স্টলের মাধ্যমে তুলে ধরা মধ্য দিয়ে, নানান অনুষ্ঠানের মাধ্যমে আজকে কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।