অবতক খবর,২৬ নভেম্বরঃ বারাসত মেডিকেল কলেজে পঠনপাঠন কেমন চলছে,তা দেখতে শনিবার বারাসত হাসপাতালে এলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।পড়ুয়াদের সাথে দেখা করে তাদের সাথে কথা বললেন সাংসদ।চিকিৎসকের জামা পড়ুয়াদের পরিয়ে দিলেন ক্ষোদ সাংসদ নিজে।বারাসত মেডিকেল কলেজে পড়াশোনা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই,তারপর থেকে সাংসদ আর আসতে পারেনি।আজ প্রদীপ জ্বালিয়ে মেডিকেল কলেজে শুভ সূচনা আরও একবার করে দিলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।

একসময় হাসপাতেলে কি অবস্থা ছিলো,বাম আমলে কাকলি দেবী CPIM নেতার হাতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসেন চিকিৎসা করাতে,সেই সময় যে অবস্থা ছিলো এই জেলা হাসপাতালে,ঠিকমতো লাইট ছিলো না,চিকিৎসা ব্যবস্থা অনুন্নত ছিলো,তাই কাকলি দেবী হাসপাতাল থেকে বেড়িয়ে চলে গিয়েছিলেন এবং মধ্যমগ্রাম পুরসভা হাসপাতালে চিকিৎসা করেছিলেন,সালটা ছিলো ২০০৮,সেই সময় থেকেই সাংসদের ইচ্ছা ছিলো এই হাসপাতাল কে নিয়ে চিন্তা শুরু করেছিলেন,যা আজ স্বপ্নপূরণ ছাড়া আর কিছু নয়,বললেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।