অবতক খবর,৬ ডিসেম্বরঃ শেষ পর্যন্ত ভেঙে ফেলা হলো বিশ্বভারতীতে প্রতিষ্ঠিত সেই বিতর্কিত ফলক‌। তার বদলে বসল নতুন ফলক।

গত ১৭ সেপ্টেম্বর বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। এই স্বীকৃতিকে সম্মান জানিয়ে বিশ্বভারতীর পক্ষে একটি ফলক বসানো হয়‌। সেই ফলকে আচার্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না। ফলে এ নিয়ে বিতর্ক শুরু হয় এবং বাংলার বুদ্ধিজীবীদের মধ্যে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই ফলকটি অপসারণের নির্দেশ দিলেও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং তিনি অবসর নেওয়ার একমাস পরেও সেই ফলকটি সরানো হয়নি।

আজ ছয় ডিসেম্বর সেই ফলকটি সরিয়ে নতুন ফলক লাগানো হয়েছে। সেই ফলকে আচার্য বা উপাচার্যের কোন নাম নেই। প্রতিষ্ঠাতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছে। বাংলা, হিন্দি ও ইংরেজিতে বিশ্বভারতী সম্পর্কে কিছু তথ্য উৎকীর্ণ হয়েছে।