অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ যেটা হয়েছে সেটা অভিপ্রেত নয়। সব প্রতিষ্ঠানের নিজস্ব গরিমা আছে। আমার প্রতিবাদ আছে একটা। আমরা প্রথমে মানুষ তারপর রাজনীতির যোগ। সব জায়গায় আমাদের নিচু করার জন্য উদ্যোগ নিয়েছে বিজেপি। সব কথায় আমার নেত্রী অভিষেক আমাকে চোর বানিয়ে ছাড়ছে। কেনো কি প্রমাণ আছে কি দোষ করেছি আমাদের কি কোনো সম্মান নেই । আমরা মেহুল চস্কি বিজয় মালিয়া নিরব মোদীর কথা বলি কিন্তু নরেন্দ্র মোদী চোর চোর বলি না কারণ আমরা পদকে সম্মান করি। সব ক্ষেত্রে চোর চোর বলা হচ্ছে আমাদেরকে টোন টিটকারী করা হচ্ছে। আমাদের কে বিরোধিতা করতে হচ্ছে কোথায় জল জমছে পাম্পিং স্টেশন হবে। বিরোধী শূন্য করেছে কলকাতার মানুষ। মিডিয়াকে আকৃষ্ট করার জন্য বিজেপি কাউন্সিলির রা এগুলো করছে । আমাদের সামাজিক সম্মান লুণ্ঠিত করছে। হাতাহাতি উচিত নয়। রাজনীতি করতে এসে এধরনের ঘটনা কেনো। ভদ্র ঘরের ছেলেকে কি কেও রাজনীতি করতে দেবে। এজেন্সি দিয়ে রাজনীতি করছে। সামাজিক অসম্মান করা খুঁচিয়ে কে দেবে ফেরত। রাজীব গান্ধী বেচেঁ নেই শোনার জন্য তিনি চোর নয়। Enough is enough.

ব্যক্তিগত ভাবে আমরা চোর বলিনি কাওকে কে কি বলল জানি না । একটা ঘটনায় গরিমা নষ্ট হবে কলকাতা পুরসভার এমন ঠুনকো নয় । কিন্তু আত্মসম্মান চলে জেলে বা নষ্ট হলে মাথা ঠান্ডা রাখা যায় না । যে নেত্রীকে ভগবান ভাবী আমরা তাকে অসম্মান করা সবসময় অপমান করলে মাথায় বরফ দিয়ে রাখা যায় না ।