অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ শিক্ষক আর পড়ুয়ার মধ্যে সম্পর্ক কতটা মধুর হয় তা ফের একবার প্রমাণ পেলো ভাটপাড়ায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে এক অন্য ছবি ধরা পরলো। নিয়মমাফিক শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় কে অন্যত্র বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সেই খবর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই শুরু হয় এক নতুন বিতর্কের। ছাত্র-ছাত্রীরা যেমন তাদের প্রিয় শিক্ষক সুব্রত স্যারকে ছাড়তে নারাজ পাশাপাশি অভিভাবকরাও প্রধান শিক্ষককে স্কুল থেকে যেতে দিতে নারাজ। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবি তারা কোনভাবেই বরদাস্ত করবেন না প্রধান শিক্ষকের এই বদলি। প্রধান শিক্ষক না থাকলে এই স্কুলে তারা আর পাঠাবেন না তাদের বাচ্চাদের। দেখা গেল তাদের প্রিয় সুব্রত স্যারের বদলির খবর পেয়ে ক্লাসরুমে বসেই কাঁদছে পড়ুয়ারা।শুধু তাই নয় টিফিনের সময়ও যেন কিছুতেই খাবারও খেতে পারছে না ছোট ছোট বাচ্চাগুলো। বিষয়টি দেখার পরেই প্রধান শিক্ষক অভিভাবকদের বোঝাবার চেষ্টা করেন যে এটা নিয়ম অনুযায়ী তাকে বদলি নিতেই হবে। কিন্তু কোন কথা শুনতে রাজি নয় অভিভাবকরা। তাদের দাবি তারা স্কুলে বাচ্চা পাঠিয়ে নিশ্চিন্তে বাড়িতে কাজ করতে পারেন। তারা জানেন তাদের বাচ্চা সুরক্ষিত আছে এই শিক্ষকের হাতে। এরপরেও যদি শিক্ষককে বদলি করে দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবেন।এমনকি স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিতেও তারা প্রস্তুত।