অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে ২০০৬-২০০৮ ব্যাচে পাঠরত শুভদীপ,সন্তু এবং অর্ণবের অকাল প্রয়াণ এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষের তরফে আজ একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সদ্য শেষ হওয়া ইন্টার স্কুল টুর্নামেন্টের সিনিয়র গ্রুপের বিজয়ী দল ও ২০০৬-০৮ এর প্রাক্তণ ছাত্র দলের সাথে এবছর উচ্চ মাধ্যমিক ব্যাচের এই খেলাটি অনুষ্ঠিত হয়।

৬-৩ গোলে এই খেলায় জয়ী হয় স্কুলের ২০২৩ এর উচ্চ মাধ্যমিক ব্যাচ।
আজকের এই প্রীতি প্রদর্শনী ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা সহ স্কুলের শিক্ষকরা।