অবতক খবর,২৫ মে: তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে কল্যানপুর লাল গেট এলাকায়।

রাতে বিজেপির পথসভার পর ফেস্টুন ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপির বুথ সভাপতি সহ কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি করার অপরাধ ও পতাকা ছেঁড়ার মিথ্যা অভিযোগে ওই অঞ্চলের সভাপতি সুশান্ত মণ্ডল ও তৃণমূল কর্মী পিন্টু দাস এই ঘটনায় জড়িত।একজনের চোখের কাছে জখম হয়েছে। আহতদের নাম বুথ সভাপতি তন্ময় মাখাল সহ অশোক মণ্ডল, সুরোজ ঘোড়ুই। আজ সকালে বারুইপুর থানায় এসে অভিযোগ জানিয়েছে । তৃণমূলের পক্ষে এই ঘটনা পুরোটাই সাজানো ঘটনা এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।।বিজেপির কর্মীরা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।