অবতক খবর,২৫ মে: অলিম্পিকে জোড়া নিজের ফর্মে ফিরলেন পিভি সিন্ধু। ১৩ মাস পড়ে কেনো ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

মালেশীয়া ওপেন শনিবার থাইল্যান্ড বুসানানা বিরুদ্ধে ১৩-২১,২১-১৬, ২১-১২ গেমে জিতলেন সিন্ধু।

সিন্ধু শেষবার স্পেন মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন। সেটাও গত বছর। তারপর থেকে কোন প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি সিন্ধু। অবশেষে সেই খরা খাটলো।
আলিম্পিক্স আগে সিন্ধুর ফাইনালে ফেরা কিছুটা স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের।