অবতক খবর,২৫ মে: মুর্শিদাবাদের বিভিন্ন পান চাষীদের পাশাপাশি দৌলতাবাদ থানা এলাকায় গীরীনগর, ঘাসিপুর, খামারপাড়া, সিদ্দিনগর ও ছুটিপুর এলাকার পান চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই বছরে অনাবৃষ্টির কারণে । তাদের দাবি সেলো, মোটর, মেশিন থেকে জল কিনে পানের জমিতে সেচ দিয়ে কিছুই থাকছে না।

সংসার চালানো , ছেলে মেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায়, চায়ের পাশাপাশি চুন, খয়ের, সুপারি ছাড়া চলে না। এমনকি বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে পানের প্রচলন এখনো রয়েছে। তাই পান চাষ টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার আর্জি জানিয়েছে পান চাষীরা।