অবতক খবর, হক জাফর ইমাম, মালদা ::  মালদা জেলায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্যিক কেন্দ্রেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বণিক নেতা তথা বিশিষ্ট শিল্পোদ্যোগী শ্রী উজ্জল সাহা। পতাকা উত্তোলনের পর সকলের মধ্যে মিষ্টি বিতরণ ও শিশুদেরকে পতাকা উপহার তুলে দেন তিনি।

পাশাপাশি মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন চত্বরে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল। জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্যে দিয়ে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষী মিত্র। জেলাশাসক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন।

গান স্যালুট এবং রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালন করা হয়। এই বিষয়ে জেলাশাসক জানান এবছর করোণা সংক্রমণ এর জেরে সংক্ষিপ্তভাবে স্বাধীনতা দিবস পালন করা হলো তবে রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।