মুদ্রা
তমাল‌ সাহা

ছোটবেলা থেকেই মুদ্রা শব্দটি শুনি
জীবনে ক্রমে ক্রমে মুদ্রার গুরুত্বও জানি।

রামকৃষ্ণের হাতে দেখি মৃগমুদ্রা
ঈশ্বরের ভর পড়েন তিনি
ঠিক তখনি
খিদের ভারে আমরা আনত ভূমি!

বুদ্ধের দ্বাদশ মুদ্রা দেখি
মনে রাখা, মানে বোঝা কঠিন সে সব নাম
বারবার মুদ্রাগুলির বিভঙ্গ দেখি
ভাতমুদ্রা খুঁজে খুঁজে হয়রান!