সেদিনের কবিতা ২৩ মে ২০২২-এর ওয়াল থেকে

উপলব্ধি
তমাল সাহা

রতনে রতন চেনে
শুয়োরে চেনে কচু–
বাংলা প্রবাদ সমৃদ্ধ ভাষা
আমরা দেখি শুধু, বুঝি না কিছু!

দুনিয়াতে একটাই অবাধ মুক্ত দোর
বিজেপি‌‌ টু তৃণমূল, তৃণমূল টু বিজেপি করিডোর!

রে ভোটার
কবে ভাঙিবে তোর ঘুমঘোর?