অবতক খবর,১৫ই আগস্ট: আজ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। আজ সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া শহর জুড়ে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং দলের রক্ত পতাকা উত্তোলন করা হয়। যে যে স্থানে আজ পতাকা উত্তোলন করা হয় সেগুলি হল- হাইরোড মোড়,জোনপুর,ইটখোলা ইউনাইটেড ক্লাব,লক্ষ্মী সিনেমা মোড়,কলেজ মোড়,কালীনগর রোড,মিলন নগর বাসস্ট্যান্ড,জোড়া মন্দির,সতীশ নন্দী রোড,ওয়ার্কশপ রোড,সুবোধ রায় সরণি,শহীদ নগর অফিস প্লট,
মানিকতলা জলের ট্যাঙ্ক, হালিশহর চৌমাথা পার্টি অফিস।

এর পাশাপাশি পৃথকভাবে ডিওয়াইএফআই কাঁচরাপাড়া লোকাল কমিটি লেলিন সরণি স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে।
এসএফআই কাঁচরাপাড়া লোকাল কমিটি, প্রবাহ ক্লাবের উদ্যোগেও জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।