২৩ মে ২০২১ এই ঘটনা ঘটেছিল
পূর্ব বর্ধমানের কোভিড ডোম শাজাহান। করোনা মানুষ মারছে, আর হাতে ধরে শেখাচ্ছে ‘সাচ্চা মানুষ’ কাকে বলে!

শাজাহানের ময়ূর সিংহাসন নেই
তমাল সাহা

দারা শিকো মুরাদ আওরংজেব —
কোন পাত্তা নেই ওদের? কাউকে তো দেখছি না! শাজাহান বলে, উসব আভি ইতিহাস বন গিয়া!

তোমার ময়ূর সিংহাসন কোথায়?
তাজমহল! মমতাজ কে বারে মে কুছ ইয়াদ হ্যায়!
প্যায়ার, মহব্বত কে বাত ছোড় দিজিয়ে।
আভি পেট কা ফিকির মে হ্যায়!

শাজাহান দাঁড়িয়ে আমার কথা শোনে
আর মনে মনে বলে, এ এক পাগল আদমি বা!

শাজাহান এখন সতর্ক সৈনিক।
সর্বদাই রেডি গায়ে সাদা নীল বর্ডার লাগানো কোভিড পোশাক।
আমার সামনে দাঁড়িয়ে সে,
খুব ভালো করে দেখি তার মুখপাত।

শাজাহান!
জলদি আও করোনা কা বডি আগে বড়ে!
হাম জলদি আতে হ্যায়, মত ডরিয়ে।

শাজাহান কত সহজেই
ছেড়ে দিয়েছে ময়ূর সিংহাসন, বাদশাহী পোশাক। পরিধানে তার পি পি ই কিট।
আমি শুধু তাকে চোখ তুলে বিস্ময়ে দেখি–
ভাবি, আর শিউরে ওঠে শারীরিক রোম।
বাদশা বন গিয়া কোভিড ডোম!