অবতক খবর,১৮ নভেম্বর : একশো দিনের কাজ নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভার পক্ষ থেকে অনুষ্ঠিত একশো দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, ব্লকের ১০০ দিনের কাজের আধিকারিকগণ সহ প্রায় ৫০ জন প্রতিনিধি। বিডিও জানান বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সহায়ক, নির্বাহী আধিকারিক, জি আর এস সহ ব্লকের ১০০ দিনের কাজে যুক্ত অন্যান্য কর্মীদের এদিনের প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ১০০ দিনের কাজে নতুন যে নিয়মাবলী এসেছে সে বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। ১০০ দিনের কাজের গাইডলাইন মেনে বিধিবদ্ধভাবে কাজগুলি কিভাবে রুপায়ন করতে হবে সে বিষয়েও আলোচনা করা হয়েছে। পাশাপাশি পুরনো পদ্ধতিতে ১০০ দিনের কাজে কি কি বিষয়কে প্রাধান্য দেয়া হতো সে বিষয়ে নজর রাখা কথাও বলা হয়েছে।