অবতক খবর,১৮ নভেম্বর : এলাকায় ডেঙ্গুর খুব পাদুর্ভাব দেখা যাচ্ছে। সেই কারণে মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশার লার্ভা নষ্ট করতে, মশার লার্ভা নাশক স্প্রে করার প্রক্রিয়া চলছে। মন্তেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সোমনাথ সাউ জানান আজ মন্তেশ্বর ব্লক চত্বর থেকে বিভিন্ন পঞ্চায়েত এলাকার ভিসিটি ও আরপি টিম লিডারদের হাতে মশার লার্ভা নাশক ঔষধ তুলে দেওয়া হয়েছে। ওই সমস্ত কর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে জমে থাকা জল, জঞ্জালে অর্থাৎ যে সমস্ত জায়গায় মশার লাভা উৎপন্ন হতে পারে সেই সমস্ত জায়গায় লার্ভা নাশক স্প্রে করবে। এলাকা থেকে ডেঙ্গুর সমস্যা যতটা সম্ভব দূর করা যায় তার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া বলে জানিয়েছেন তিনি। ওই সমস্ত কর্মীরা লার্ভা নাশক স্প্রে কতখানি করছে তার ছবি ও ভিডিও তুলে ব্লক অফিসে পাঠাবে যাতে ব্লক আধিকারিকরা মনিটরিং করে তা খতিয়ে দেখতে পারেন।