অবতক খবর: নন্দীগ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে জখম ১১ জন তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএম হাসপাতালে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এসএসকেএমে ঢোকেন অভিষেক। বেশ খানিক ক্ষণ আহত কর্মীদের সঙ্গে কাটান তিনি।

হাসপাতালে এসে অভিষেক আহতদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। ট্রমা কেয়ার সেন্টারে আহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর অভিষেক যান উডবার্ন ব্লকে। সেখানেও এক তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম-২ ব্লকের ভেকুটিয়া অঞ্চল। তৃণমূলের অভিযোগ,বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে বিজেপি। যদিও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ নস্যাৎ করে দেন। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার মোট ১১ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।