অবতক খবর: শুক্রবার আসানসোল আদালতে গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সেহগল হোসেনের মামলার শুনানি ছিল । সিবিআই’র বিশেষ আদালতে অনুব্রতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই অনলাইনে সংযোগ করতে পারল না আসানসোল আদালত। তাই জামিনের আবেদন করতে পারলেন না অনুব্রত মণ্ডল এবং সেহগল হোসেনের আইনজীবীরা।

মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ আগস্ট। এদিন সিবিআই’র আইনজীবি বিচারকের কাছে নতুন করে কিছু তথ্য প্রমাণ তুলে দেয়। এই তথ্য প্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবি তিহাড় জেলে গিয়ে সেহগল হোসেন এবং অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চায়।

যদিও এই জিঞ্জাসাবাদ বিষয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি, রিজার্ভে রেখেছে। সম্ভবত ১০ আগস্ট এই বিষয়ে আদালত নির্দেশ দিতে পারে। ইতিমধ্যে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ এভিনিউ আদালত। এখনও সুকন্যার ঠিকানা তিহাড় জেল দিল্লির।