আমার দেশ? ভোট দেবার আগে একবার দেখুন। বুকে হাত রেখে বলুন, ‘আমি কী এখনো মানুষ!’

দ্রষ্টব্য
তমাল সাহা

কী দেখছো তুমি?
জননী,না জন্মভূমি!
ঐ শিশুটি কার—
বুকে রাখো হাত
প্রশ্ন করো বারবারঠ
তোমার আমার, না
ঐ গর্ভধারিণী মা-র?

ও কি মা জননী?
দেখে কি মনে হয় কোন রমণী!
ওটা কি কোনো পয়স্বিনী স্তন?
উত্তর দাও বেহায়া নির্লজ্জ সুধীজন!
ঐ আধারে আছে কোন্ অমৃত?
আমি দেখি,মাথা নত করি
মা ও‌ শিশু দুজনেই জীবন্মৃত!