অবতক খবর,২৩ মার্চ: কাঁচরাপাড়া ২২ নং ওয়ার্ডের ইস্টার্ন রেলওয়ের ইউনিয়ন অফিসের সামনে শীতলা পুজোর আয়োজন করা হয়। স্থানীয় তৃণমূল মহিলা কর্মী জারিনা খাতুনের উদ্যোগেই হয় এই পুজো। আজ সেখানে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুবোধ অধিকারী, তৃণমূল যুব নেতা কমল অধিকারী সহ একাধিক নেতৃত্ব।

আজ যেসকল মহিলারা উপোস করে সেখানে পুজো করেছেন তাদের ৫০ জনের মধ্যে শাড়ি বিতরণ করেন সুবোধ অধিকারী। এছাড়াও তাদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়।

এর পাশাপাশি ভিন্ন সম্প্রদায়ের হয়েও এই পুজোর সমস্ত দায়িত্ব জারিনা খাতুন নিয়েছিলেন। এর জন্য তিনি সকলের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছেন।

এর পাশাপাশি জারিনা খাতুন পুজো উপলক্ষে চাল ও খাদ্য সামগ্রীও বিতরণ করেন।

তিনি বলেন,আজ আমাদের মাঝে বীজপুরের প্রার্থী সুবোধ অধিকারীকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। এই পুজোর মূল উদ্দেশ্য হল, সুবোধ অধিকারী যেন বিপুল ভোটে জয়ী হন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন্ন সম্প্রদায়ের হয়েও আমরা মায়ের কাছে এই প্রার্থনাই করেছি।