অবতক খবর , মিতিন , কলকাতা :- দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে পরিতক্ত বাট কোম্পানির গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আজ দুপুর একটা নাগাদ দক্ষিণ দাড়ি বাট কোম্পানিতে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা।

এরপরে খবর দেওয়া হয় দমকলকে ,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বোস ও স্থানীয় ওয়ার্ড কডিনেটর টিংকু ভার্মা , তারা জানান এই বাট কোম্পানির রক্ষাণাবেক্ষণ কেন্দ্রীয় সরকার অধীনস্থ পরিতক্ত গোডাউন গুলি বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়া হয়।

অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিছুই নাই বলে জানান দমকল মন্ত্রী সুজিত বোস এর পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে সংস্থাকে চিঠি পাঠানো হলেও তারা ঠিকঠাকভাবে করডিনেট করেননি বলে অভিযোগ।

এই পরিতপ্ত গোডাউনে বায়োটয়লেট রাখা হতো সেখানে বেশ কয়েকটি গাড়িও রাখা ছিল তার মধ্যে দিয়ে বেশকিছু বায়ো-টয়লেট ও একটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা , কি কারনে আগুন লাগল সেটা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা।