অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- একেই বলে “বীরাঙ্গনা”।বিশালাকার চিতাবাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন এক অবসরপ্রাপ্ত চাশ্রমিক।নাম রেশমা খেশ(৫৫)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাল থানার নিউগ্ল্যানকো চাবাগানে।

এদিন রেশমা চাবাগানের ভেতর ঢুকে ঝুরনি করা চাগাছের ডাল জোগাড় করছিলেন জ্বালানির জন্য। এমন সময় বিশালাকার চিতাবাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে।থাবা বসিয়ে দেয় মাথায় এবং হাতে।সাময়িক ঘাবরে গেলেও স্বর্বশক্তি দিয়ে প্রতিহত করেন চিতাবাঘকে।হাতের দাঁ দিয়ে লড়াই চালান তিনি।এরপরই রনে ভঙ্গ দেয় চিতাবাঘটি। এই ঘটনার খবর পেয়ে বাগানের শ্রমিকরা তাকে ভর্তি করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানেই চিকিৎসা চলছে তার।