অবতক খবর , সুজিত , হুগলী :- জেলার ডানকুনি থানার ভাদুয়া এলাকায় প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় আগুন । ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

হতাহতের কোন খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে কারখানায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। কি কারনে আগুল লেগেছে খতিয়ে দেখছে দমকল বিভাগ।