অবতক খবর,২৪ মে: অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী: ষষ্ঠ দফায় আগামীকাল ভোট গ্রহণ করা হবে। হোম ভোটিং মোট ৮ টি লোক সভা কেন্দ্র ৩৬৭০৬ জন। সপ্তম দফায় ৯ টি লোক সভা কেন্দ্র ভোট হবে। সেখানে হোম ভোটিং চলছে। সিভিজিল ৩৪৫৭৪ টি অভিযোগ জমা পড়েছে। এমসিসি ১১ লক্ষ ৫০৩ টি অভিযোগ জমা পড়েছে।

ফ্লাইং স্কোয়াড, নাকা চেকিং, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম কাজ করছে। সপ্তম জেলায় পুলিশ বারাসত ৮১, ব্যারাকপুর ৮১, ৯৬৭ কোম্পানি এবং ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়ন থাকবে। নগদ মদ মাদক সহ অন্য দ্রব্য মোট ৩৯৮ কোটি টাকার উদ্ধার হয়েছে। ২৩ মে মালদা তিন জন কে ধরা হয়ে ২ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য ২ কোটির বেশি।