অবতক খবর,২৪মে: করোনা মহামারি থেকে শুরু হওয়া নৈহাটি পৌরসভার তত্ত্বাবধানে চলা মা ক্যান্টিনের আজ চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষদের দ্বিপ্রহরের ভুরিভোজের পাতে খাসির মাংস দেওয়া হলো। দুপুর গড়াতেই বহু গরিব মানুষরা সারিবদ্ধভাবে পাঁচ টাকার বিনিময়ে আজকে ভুরিভোজের আনন্দ ভাগ করে নিতে দেখা গেল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর কর্মী অভিজিৎ চ্যাটার্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নৈহাটিপৌরসভার পরিচালিত মা কান্টিনে দুটো ইউনিট থেকে ৬০০ জন গরিব অভুক্ত মানুষদের পাতে খাবার দিয়ে আসার কথা জানান ।

তার পাশাপাশি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান প্রতিবছর পূর্তি উপলক্ষেএকটু ভালো সুষম খাদ্য তুলে দেওয়া হয় এই পৌরসভার পরিচালিত দুটি ইউনিট থেকে প্রায় ৬০০ জন অভুক্ত দরিদ্র মানুষদের হাতে।