অবতক খবর,১৭ সেপ্টেম্বর: জমি সংঘর্ষে খুন এক ব্যাক্তি। যখম দুপক্ষের আরো প্রায় দশজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের ঘটনা।মৃতের নাম, আরশাদ আনসারি (৪৬), গুরুতর যখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে আনা হলে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।

অভিযোগ, ভাতুনের গোপালপুর গ্রামের আরশাদ আনসারি ও তার প্রতিবেশী ভতুয়া আনসারির সঙ্গে একটি জমি নিয়ে উভয় পরিবারের বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। আরশাদের পরিবারের দাবী, তাদের জমিতে ঘর তৈরিতে বাধা দেয় ভতুয়া। এনিয়ে উত্তেজনা তৈরি হলে ভতুয়া আনসারি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সমেত একদল দুস্কৃতিদের নিয়ে এসে আরশাদের পরিবারের উপর চড়াও হয়। এলোপাথাড়ি বোমাবাজির সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর যখম হন আরশাদ সহ তার পরিবারের আরো প্রায় সাতজন। আবার আরশাদের পরিবারের লোকেরাও লাঠি, বাঁশ নিয়ে আক্রমণকারীদের উপর চড়াও হলে তুমুল বিবাদ বাধে দুপক্ষের। ঘটনায় দুপক্ষের মোট প্রায় ১০জন গুরুতর যখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। খবর পেয়ে ভাটোল ফাঁড়ি ও রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।