অবতক খবর,২৮ আগস্টঃ দত্তপুকুর থানার অন্তর্গত মোচপোল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত সংখ্যা হু হু করে বাড়ছে। আচমকা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। এর আগেও এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল সাধারণ মানুষের। পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে থাকাও সত্যি ও কি করে নীলগঞ্জে এত বড় ঘটনা ঘটলো সে বিষয়ে কারো কাছে কোন উত্তর নেই।

তবে বেআইনি বাজি কারখানায় মৃত্যুর ঘটনার পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে বিরোধী দলের নেতারা। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, গোটা রাজ্যটাই বারুদের স্তুপে দাঁড়িয়ে রয়েছে। কাটমানি খেতে খেতে কোথায় থামতে হয় তা এই সরকার জানে না। বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হতো। এত সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে তাও সরকারের কোন হেলদোল নেই। পুলিশের নাকের ডগায় বেআইনি বাজি কারখানা চলছিলো তবু কেউ কি জানত না এটা হতে পারে না।