অবতক খবর,২২ মে,কাঁথি:শুভেন্দু অধিকারীর রুম এ পুলিশের রেইড নিয়ে মুখ খুললেন অমিত শা, অমিত শা বললেন মমতা ব্যানার্জি আমরা বিজেপি, আমরা আপনার পুলিশকে ভয় পাই না।

আপনার মন্ত্রীদের থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু শুভেন্দুর বাড়ি থেকে ১ টাকাও পাওয়া যায়নি।আমি বলে যাচ্ছি পুলিশের দুর্ব্যবহার বন্ধ করো। মমতা যত অত্যাচার করবে শুভেন্দুর ওপর, ততো বিজেপি শুভেন্দু অধিকারীকে ততো বড়ো বানাবে।