অবতক খবর,১৭ জুলাই: কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে ২৪ নং ওয়ার্ডে কোভিড শিবিরে প্রতিষেধক নিলেন সত্তরোর্ধ্ববয়স্কজন এবং প্রতিবন্ধী মানুষরা । যত দ্রুত পারা যায় মানুষের মধ্যে ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরীর জন্য কাঁচরাপাড়া পৌরসভা এক পরিকল্পনা নিয়েছে,যাতে তৃতীয় ঢেউ আসার আগেই শহরের মানুষের মধ্যে কোভিডের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়। ‌

এদিন শিবিরের উদ্বোধন করেন বিজয়পুর এম এল এ সুবোধ অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সুদামা রায়, প্রশাসক মন্ডলীর সদস্য মাখন সিনহা,অশোক মন্ডল।

পৌরসভার অর্থ আধিকারিক বিশেষভাবে জানাচ্ছেন ,এই কাঁচরাপাড়া ২৪টি ওয়ার্ডেও এই শিবিরের আয়োজন করা হবে। বলা দরকার দু-তিনটি ওয়ার্ডকে একসঙ্গে করে এক একটি প্রতিষেধক শিবিরের আয়োজন করা হবে এবং এই শিবির সত্তরোর্ধ্ব মানুষ ও প্রতিবন্ধীদের জন্যই শুধু মাত্র বলে তিনি জানান।
ফলত এই কোভিড সংক্রান্ত বিষয়ে কাঁচরাপাড়া পৌরসভা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে।