অবতক খবর,১৮ জুলাই: মুকুল পত্নী কৃষ্ণা রায় গত হয়েছেন। যেদিন তাঁর দেহ কাঁচরাপাড়ায় আনা হয় সেদিন বহু স্থানীয় তথা রাজ্য নেতা মুকুল রায়ের বাড়িতে আসেন। অন্যদিকে যারা সেদিন যেতে পারেননি,তারা শ্রাদ্ধের দিন গিয়েছিলেন মুকুল রায়ের বাড়িতে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা কৃষ্ণাদেবীর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,যেদিন কৃষ্ণা দেবীর মরদেহ কাঁচরাপাড়ার বাড়িতে আনা হয়, সেদিন বীজপুরের বহু তৃণমূল নেতা কর্মীরা মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন। আর এই নিয়ে সেদিন রাতেই কাঁচরাপাড়া এবং হালিশহরে গন্ডগোলের সৃষ্টি হয়। কারণ তৃণমূল দলের কিছু নেতা রয়েছেন যারা সকলকে বারণ করেছিলেন মুকুল রায়ের বাড়িতে যেতে। আর এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত হয়।

আজ ছিল মৎসমুখী। আর আজ দেখা গেল মুকুল রায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। তারা সেখানে মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের সাথে প্রায় আধঘন্টা মত ছিলেন।

আজকের এই ঘটনার পর তৃণমূল দলের কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, রাজনৈতিক প্রবাহ কোন দিকে যাচ্ছে?