আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী-কে শ্রদ্ধা

অশ্রুগাথা
তমাল সাহা

সমুদ্রের তল কত অতল!
সে কি জানে
মানুষের চোখ কত গভীর
সেখানে কত অফুরান জল?

এই মানুষগুলো
এইভাবে নৌকায় পালিয়ে আসে
উদ্বাস্তু ভিটেমাটি ছাড়া হয়।
চোখে দেখি মানুষের অপমান,
মানবতার পরাজয়।

আকাশ বাতাস সাক্ষী থাকে
কে জানে সমুদ্র কতটা নাব্য!
মানুষগুলি ওপার থেকে এপারে আসে
এবার মাথা গুঁজবে কোথায়?
এভাবে লেখা হয়
মানব জীবনের বিষাদ-কাব্য।

আলোকচিত্রঃ দানিশ সিদ্দিকী