নিরন্তর মানুষ বিপন্ন। শুধু শুনি আর্তনাদ।
কবিতা কোথায়?
মানুষ থেকে কবিতা দূরে হটে যায়।
পেটে নেই ভাত। রে কবিতা! যা তুই তফাৎ…

কবিতা দিবস
তমাল সাহা

১)
আজ বিশ্ব কবিতা দিবস
লিখতে লিখতে কলম অবশ।
কবি নাকি মানুষের পাশে
এ তো দেখি কবি শাসকের বশ!
লোলুপ দৃষ্টি কবির—
রাষ্ট্রের হাতে অজস্র সম্মান।
কলম অবনত হয়
খোয়া যায় কবিতার মান।

২)
শাসক চালায় রাষ্ট্র
আর কবি? অন্ধ ধৃতরাষ্ট্র।
শাসকের চতুর্দিকে ছড়ানো অস্ত্র
সারি সারি যূপকাষ্ঠ।

শাসকের পরিবর্তন তো নিশ্চয়ই হয়।
শকুন ওড়ে আকাশ জুড়ে
শ্যেন দৃষ্টিতে দেখে
মাটিতে মানুষের শব, অজস্র রক্তক্ষয়।

হায়!
আন্তর্জাতিকে হাওয়া উড়ে যায়
বলে,বিশ্ব কবিতা কি,সেটা কোথায়?

৩)
রে মানুষ!
তোর জন্যই তো এতো লেখা
এতো কথা এতো উপমা উৎপ্রেক্ষা।
শাসককে কি করে করি উপেক্ষা?

কোথায় কবিতা?
আমি তো চারিদিকে দেখি–
শুধু রক্তপাত, নরহত্যা!