একবার ভাবো
তমাল সাহা

শাসক যদি অন্ধ হয়
শাসক যদি বধির হয়
শাসক যদি
তোমার পক্ষে মূক হয়ে থাকে
কী করবে তুমি?

তাহলে ভগত সিং- এর কাছে যাও
সে বাতলে দেবে উপায়
তার চোখের সামনে দাঁড়িয়ে স্বদেশভূমি।

পার্লামেন্ট জনগণের পক্ষে নয়
সে অবশ্য বলে নি সেটি খোঁয়াড়
তবে সেখানে থাকে জানোয়ার
তা সে জানতো।

বধিরের চিকিৎসক ছিল সে
কী করে শোনাতে হয় তাকে
তা সে জানতো।

আবার এসেছে সেই মুহূর্ত
ভগতকে পাশে রেখে
বটুকেশ্বরকে নিয়ে
বোমার বিস্ফোরণ ঘটাবে নাকি
একবার ভাবো তো!