অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়িঃ      এবারের দোলে রাজবংশী-কামতাপুরি গানে বিশেষ বিশেষ চমক নিয়ে আসছে উত্তরের দুই যুবক। যার নেপথ্যে রয়েছে ফেসবুকের জনপ্রিয় ফানি ভিডিও ক্রিয়েটির ময়নাগুড়ির হুসলুডাঙ্গার যুবক রঞ্জন রায় ওরফে “রঞ্জুভাই” ও ডুয়ার্সের লাটাগুড়ির যুবক দীপায়ন রায়।

দুজনের লেখা ও কন্ঠে রং-গিলা নামের গানটির ভিডিও শ্যূট হয়েছে লাটাগুড়ির একটি বিলাসবহুল হোটেলে। বেশ কিছু অর্থ ব্যায়ে গানটিতে অভিনবত্ব নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে মূলত উত্তরবঙ্গের রাজবংশী-কামতাপুরি ভাষায় এই প্রথম হোলিকে কেন্দ্র করে নতুনভাবে গানটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। আগামীকাল গানটি মুক্তি পেতে চলেছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রঞ্জুভাই চ্যানেল ও ফেইসবুক পেজে। যা নেটিজেনদের মনে বিশেষভাবে সাড়া জাগাবে বলে আশাবাদী টিম রং-গিলা।