আমরা, দ্য বেঙ্গলি
তমাল সাহা

দিদিমণি! ও দিদিমণি! শুনছেই না–
এই যে ম্যাডাম!
কে কে তুই? ও ভজারাম!
কি বলবি বল কুইক, নয় তাড়াতাড়ি!
দুঃখিত চলে নাএখন, ভেরি ভেরি সরি।

সবই এখন ইংলিশ, এ ভাষা ছাড়া চলে?
বিদ্যা লয় হয়েছে, এখন সবাই যায় ইস্কুলে।

মা তো কবেই মম, ম্যাডাম থেকে ম্যাম
বাপ হয়েছে পা, রোডে ট্রাফিক জ্যাম।
অ্যাপেল ম্যাংগো কী ভালো; কী ভালো!
তেমন নয়তো আপেল এবং আম
হাউ নাইস টু ইট, আউ অসাম!

মেয়ে আমার জোনাকি নয়, ডটার জিনিয়া
ছেলে আমার জনার্দন নয়, এখন মাই সন জনি।
স্বামী ছিল অয়ন, সে এখন হাজব্যান্ড অনি।
বউ শব্দটি বড় গেঁয়ো,দেখো স্মার্ট কত ওয়াইফ
সরাসরি সম্প্রচার ছাড়ো, বলো টেলিকাস্ট লাইভ।

প্রেমিক-প্রেমিকা শব্দ দুটি হাওয়া—
লাভার হয়েছে এখন,কমন জেন্ডার
হাউ টাচি, ইউ আর মাই ডিয়ার!

কিস খেয়েছো লিপে, চুমু খাওনি ঠোঁটে।
মাতৃভূমির চেয়ে মাদারল্যান্ড বলতে বড়ো মিঠে!
স্তন বলতে দ্বিধা অনেক, বলো তুমি ব্রেস্ট।
মর্নিংয়ে মাউথ ওয়াশ
ক্বাথ বলতে কী কষ্ট!ব্রাশে লাগাও পেস্ট।

কাঁচুলি তুমি চেনোই নাকো, চেনো তুমি ব্রা।
আন্ডারওয়্যার সহজেই বলো,
আসলে ওটা জাঙ্গিয়া!
কাকি, মামি, মাসি, পিসি—
সব পরিচয় গেছে গুলিয়ে
সবাই এখন আন্টি।
নিম্নবাস পরে না কেউ,সবাই পরে প্যান্টি!

জন্মদিন! এখন বলি বার্থ ডে।
সর্বমিলন হয়না এখন, সেটা গেট টুগেদার।
পানিশমেন্ট অনেক সহজ,
উচ্চারণে ভাঙে দাঁত,কে বলবে প্রহার?

দারুণ! দারুণ! ভুলে গেছো
বলো, ওয়া! ওয়া!
ম্যারেজ আমাগো হইলো সেদিন
হইলো নাকো বিয়া!
খাবার এখন হরেক কিসিম, কত রকম কোর্স!
অন্তর্মিলন বলতে বারণ, এখন ইন্টারকোর্স!