অবতক খবর,১৯ সেপ্টেম্বর: আজ কাঁচারাপাড়া কলেজে “DS Anahita”র তরফ থেকে International Literacy Day কে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়। যেখানে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং লক ডাউনের প্রভাবে শিক্ষা ক্ষেত্র থেকে ছিটকে যাওয়া শিশুদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহন করা হয়।

এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিভেদ মুক্তির জন্য মাত্র ১০০ টাকার বিনিময়ে পঞ্চম থেকে দশম শ্রেণীর সকল বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদেরকে সকল বিষয়ে আধুনিকভাবে শিক্ষা প্রদানের দ্বায়িত্ব নেওয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া দমকল কেন্দ্রের তরফ থেকে  এল.এফ.ও সুজিৎ কুমার বিশ্বাস, মাঝেরচর কাঁছারীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সন্দীপন বোস এবং সন্ধ্যা ডান্স একাডেমির তরফ থেকে শ্রী বিজয় দেবনাথ মহাশয়।
DS Anahita-র এই উদ্যোগকে সকলেই অভিনন্দন জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্রী সৌভিক বসু আগামী অক্টোবর মাস থেকেই ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ক্লাস শুরু করার বিষয়ে ভীষণভাবে আশাবাদী।
তাঁর বক্তব‍্য, এলাকার সকল শিশুকেই শিক্ষিত হতে হবে।আর্থিক অভাবে কাউকেই অশিক্ষার অন্ধকারে ডুবতে দেওয়া হবেনা।