ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় দিবসের ৭৬ বছরঃ
৯ই মে ২০২৪

স্মৃতির ইতিহাস
তমাল সাহা

ফ্যুয়েরার হিটলার! হের হিটলার।
নাৎসী ঝটিকা বাহিনীর তাড়া
ভয়ার্ত মানুষের মুখগুলি, কেঁপে ওঠে পাড়া।

এডলফ মানে কি মহান, না নেকড়ে!
খুলতে হবে না অভিধান,ইতিহাস দেখো হাতড়ে।
নাকের নিচে মোটা গোঁফ
উপরে চোখ দুটি কুতকুতে বেশ
এক নিমেষে ৬০ লক্ষ ইহুদী নিকেশ!

আসে মহাকাল অমারাত্রির ঘোর
বিশ্বে কলঙ্কিত জন্মদাগ রেখে গেছে তোর
ফ্যাসিবাদের নামে আতঙ্ক ছড়ায়
গেস্টাপো ফায়ারিং স্কোয়াড
কনসেনট্রেশন ক্যাম্প গ্যাস চেম্বার হলোকাস্ট শব্দগুলি উঠে আসে
নাৎসি বাহিনী হেঁটে যায় ভৈরব সন্ত্রাসে

পৃথিবী জেনে গেছে হিটলার কী জিনিস!
চোখে নামে অন্ধকার
কত লক্ষ কমিউনিস্ট ফিনিশ?

বিপন্ন মানবতার কথা ভুলে যেতে নেই
তাই তোকেও মনে রাখতে হয়।
মানুষ কখনোই হারে না
শেষ পর্যন্ত তার অনিবার্য জয়।

রক্তপতাকা ওড়ে যেন রক্তিম পলাশ।
পৃথিবী সূর্য প্রদক্ষিণ করে
ক্রমাগত লিখে চলে বিজয়ের ইতিহাস…