অবতক খবর,২১ ডিসেম্বর : বছরের শেষটা বাংলাতেই কাটবে অনুব্রত মণ্ডলের। আপাতত তাঁকে দিল্লি যেতে হচ্ছে না। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হল ২০২৩-এর ৯ জানুয়ারি। তার আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। সুতরাং আপাতত বাংলাতেই থাকছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রথমে মামলাটি দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে উঠেছিল। পরে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের আর্জি মেনে মামলার বেঞ্চ বদল হয়। বুধবারই বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে শুনানি হয়। পরবর্তী শুনানির দিন যা রায় দেওয়া হবে, তা জানার পরেই পরবর্তী পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

আগামী শুক্রবার থেকে দিল্লি হাইকোর্টে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। এছাড়া বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। অবকাশকালীন বেঞ্চে হবে না এই মামলার শুনানি। তাই শুনানির দিন ৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। ফলে এবছর অন্তত অনুব্রতর দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা রইল না। ফলে তিনি অনেকটা লম্বা সময় পেয়ে যাচ্ছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।