অবতক খবর : বীজপুরে যে কখন কি হবে তা কেউই বলতে পারবে না। কারণ কখন যে কি হবে তা কেউই জানে না।

হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি, তিনি চিটফান্ড কান্ডে জেলে রয়েছেন। শোনা যাচ্ছিল তিনি চলতি মাসের ২০ তারিখ ঘর ওয়াপসি করবেন। এ নিয়ে বেশ কিছু মিডিয়াও সংবাদ পরিবেশন করে। আর সেই আনন্দে তাঁর অনুগামীরা গোটা হালিশহর জুড়ে তাঁর ছবি দেওয়া এবং নীচে ওয়েলকাম লেখা ব্যানার লাগানো শুরু করে দিল।

তবে সেই ব্যানার সারারাত থাকলেও সকালে হঠাৎ করেই উধাও হয়ে যায়।

কেন লাগানো হলো,আর কেনই বা খোলা হলো তা কেউই বুঝতে পারছে না।

আর এই নিয়েই বিরোধী মহলে শুরু হয়ে যায় হইচই। বিজেপি, সিপিএম বলতে শুরু করে যে,এখনো তিনি জেলে রয়েছেন তাহলে কি করে এই ওয়েলকাম ব্যানার লাগিয়ে দেওয়া হলো?

অন্যদিকে তাঁর অনুগামীদের কথা অনুযায়ী, তাঁর ২০ তারিখে আসার কথা ছিল। কিন্তু কোন কারণবশত তিনি ছাড়া পাননি। তবে আর কিছুদিনের মধ্যেই তিনি ছাড়া পাবেন।

তারা জানান,২২ অথবা ২৩ ডিসেম্বর ফিরছেন রাজু সাহানি।

হালিশহরের পৌরপ্রধান ফিরবেন কি ফিরবেন না সেটা প্রশাসনিক বিষয়। কিন্তু এই যে ব্যানার লাগিয়ে ফের খুলে দেওয়া হলো,সেটি কার নেতৃত্ব হলো, এটাই এখন বড় প্রশ্ন!

শুধু তাই নয় বিরোধী দলগুলি এই নিয়ে রাজনীতিও শুরু করে দিয়েছে।