অবতক খবর,২১ ডিসেম্বরঃ পান্ডুয়ার বৈঁচী বাজারে দুটি সোনার দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।শীতের সকালে সবজি বাজারের ব্যবসায়ীদের নজরে পরে সিঁধ কাটার ঘটনা।খবর দেওয়া হয় পুলিশে।পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।এলাকার ব্যবসায়ী থেকে সাধারন মানুষ চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।স্বর্ণ ব্যবসায়ী সিদ্ধেশ্বর নন্দন ও স্বামীম মন্ডল জানান,সিঁধ কেটে দোকানে ঢোকে চোর।সিসি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে যায়।

সিন্দুক ভাঙে সোনা ও রূপার গহনা যা ছিল সর্বস্ব চুরি করে নিয়ে যায়।এটা এক জনের কাজ নয় বলেই মনে হয়।একটা দল এই কাজ করছে। কিছুদিন আগে পোলবার আলিনগরে একটি সোনার দোকানে চুরি হয়।চুঁচুড়ার একটি মোবাইলের দোকানেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে।কোনো ক্ষেত্রেই চোর ধরা পরেনি।