অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :-   দীর্ঘ ১১ মাস পর আজ ১২ ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের পূর্বঘোষিত অনুযায়ী আজ পশ্চিমবঙ্গে স্কুল গুলি খুললো। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আর সেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার এতদিন স্কুল গুলি বন্ধ রেখে ছিলেন।

এই বন্ধ থাকার জন্য যেমন পড়াশোনা একটু হলেও ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই মনে করছেন বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা। যদিও সরকারের নির্দেশ অনুযায়ী অনলাইন ক্লাস এর ব্যবস্থা করেছেন , তবে একাংশের মতে গ্রাম বাংলার ছেলেমেয়েদের কারোর মোবাইল থাকলেও নেট পরিষেবা ভালো নয় তাই ছাত্র-ছাত্রীরা আলোর বাহিরেই ছিলেন।

নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার অনুমতি পায়। প্রতিটা স্কুলে দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের বেঞ্চে বসায় মাক্স ও স্যানাটাইজ এর ব্যবস্থা করেছে বিভিন্ন স্কুল গুলি।

সামনে সরস্বতী পূজা এই পূজাতে আগের মতন আরম্ভর থাকবে না কোনরকম পূজা সারবেন আন্দুলের বিভিন্ন স্কুল গুলি। আজ বামেদের ১২ ঘন্টার বন্ধ ডাকার ফলে কিছুটা হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিত হার কম ছিল তবে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত হার 99% ছিল।