হিরোশিমা
তমাল সাহা

বুদ্ধের প্রশান্তি নিয়ে
আকাশের নীল ভেঙে উড়ে যায়
দুরন্ত বিমান।
পেছনে লুকিয়ে থাকে মানবতার অপমান।

বুদ্ধ নীরব, তাকিয়ে দেখে
ধরাতলে বিস্ফোরণ অগ্নিস্নান।

দেবদত্তের কাঁধে তূণ হাতে ধনুর্বাণ
ছড়িয়ে আছে শিশু হাঁসের পালক।
ক্ষতবিক্ষত নিথর মৃতদেহগুলি
কত দ্রুত ছেড়ে চলে যায় ইহলোক।

বুদ্ধ দেখে,
বোধ বোধি প্রমা অবরুদ্ধ।
হিংসা রক্তপাত আগুন
চিতাভস্ম-ছাই মেখে গায়
মৃত্যুকে চাঁদমারি করে চলে ক্রমাগত যুদ্ধ।

বুদ্ধের নামে বারুদ নিয়ে
শব্দোত্তর বেগে ছুটে চলে আকাশযান।
হতমান আকাশ বাতাস
অভিধানকে গ্রাস করে একটি শব্দ–বলীয়ান।

মুখে বিশ্বশান্তির বুলি
আস্তিনের নিচে লুকানো ছুরি—
মনুষ্যত্ব মানবতা গেছে চুরি।