অবতক খবর,৭ আগস্ট: পেট্রোল,ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। মাথায় হাত রাজ্যের জনসাধারণের। তেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়ছে।

পাশাপাশি হুহু করে বাড়ছে কৃষিক্ষেত্রে চাষবাসের খরচও। এই অবস্থায় তেলের খরচ আর বহন করতে পারছিলেন না ডোমকলের রঘুনাথপুরের বাসিন্দা আব্দুল গনি।

কৃষিকাজের সুবিধার্থে বিস্ময়কর আবিষ্কার করলেন, তিনি পেশায় একজন কৃষক।

যদিও তিনি মাঝে মধ্যে সময় পেলেই মেকানিকের কাজ করেন। গ্যাস চালিত ট্রাক্টর আবিষ্কার করে নজির গড়লেন আব্দুল গনি।

বর্তমানে এখন, ১ বিঘা জমি চাষ করতে খরচ হয় ১৫০ টাকা। সেখানে গ্যাস চালিত ট্রাক্টরের ১ বিঘা জমি চাষ করতে খরচ হবে মাত্র ৪০ টাকা।

এই মেশিন কৃষকদের উন্নতির দিশা দেখাবে বলে মনে করেন আবিষ্কারক আব্দুল গনি।