হিটলার কি সত্যিই জানতেন ভারতবর্ষে তারা আবার ফিরে আসবেন অন্য চেহারায়, অন্য নামে? হিটলারের সঙ্গে আমার দেখা হয়েছিল ইতিহাসের পাতায়….

হিটলার জানতো
তমাল সাহা

স্বস্তিকা চিহ্নটি ছিল কোন দলে
এখন কোন দলে আছে?
হিটলার জানতো
মহাসাগরীয় দেশে রাজ কায়েম হলে
সে তো আসবেই আমার কাছে।

হিটলার জানতো
আমি যদি দিনমজুর হই
সে হবে চাওয়ালা।
শেষে আমার মতো দাপিয়ে বেড়াবে
বাজবে দেশ জুড়ে করুণ বেহালা।

হিটলার জানতো
আমার যদি ইভা ব্রাউন হয়
তার তবে নিশ্চিত বেন।
কিন্তু জানি না আমি,
উনি কি তার সঙ্গে আছেন?

হিটলার জানতো
আমার ব্রাউন হলে তার হবে গেরুয়া।
আমরা দুজনেই যতই দাপট দেখাই
সময়মতো নিশ্চয়ই ভেড়ুয়া।

হিটলার জানতো
আমি যদি ব্রাদার বলি, সে বলবে মিত্রোঁ
সারা দুনিয়া রাখবে মনে
আমাদের স্বৈরাচারী চিত্র।

হিটলার জানতো
আমি শিল্পপতি ভালোবাসি।
সেও ভালোবাসবে তাই।
আমি যদি জগাই হই
সে তবে নিশ্চিত মাধাই।

হিটলার জানতো
আমার যদি হয় জমকালো সফর
সেও যাবেনা কম, জেল্লাদার জবর।

হিটলার জানতো
আমাকে ঘিরেছে যত নারী,
সেও বাদ যাবে নাকি
দেখাবে তার বলিউডি বাহারি।

হিটলার জানতো
যাদু হল অনুপ্রেরণা, প্রতিশ্রুতি
সেও একের পর এক ঘোষণা—
প্রকল্প,অভিযান, যোজনা
মুখে শুধু দ্রুতি, শ্লথ তার গতি।

হিটলার বলে
আমার তো ইহুদি, তার তো দলিত-মুসলিম।
শাসন তো চলবেই, হাড় রক্তহিম।

হিটলার বলে
আমার তো কনসেন্ট্রেশন ক্যাম্প
তার ডিটেনশন শিবির,সে আর কতো?
এতেই খেয়ে যাচ্ছে থতমত!

হিটলার বলে
আমার অনুকরণে খেলে যা খেলা—
চতুর দেশপ্রেম, ধর্মভক্তি, ভাষণে ম্যাজিক।
এখনও অনেক অবুঝ আছে,
মজে যাবে এই বেলা।

হিটলার বলে
আমার তো আত্মহত্যা- সুইসাইড
তার কি হবে জানিনা।
যখন যা হবার তখন হবে—
আমি তাকে বলি,
এসব এখন তুই কিছুই ভাববি না।