অবতক খবর: বিগত দিনে হালিশহর পৌরাঞ্চল জুড়ে যে সিমপ্লেক্সের কাজ হয়েছিল, সে কাজের জেরে হালিশহর জুড়ে বসে যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাট। বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে মাটি। এই ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে।

এই অবস্থায় হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কেএমডিএ’কে চিঠি দেয়। সেই চিঠির জবাবেই রবিবার হালিশহর পৌরাঞ্চল ঘুরে দেখলেন আধিকারিকরা। এই আধিকারিকরা বিভিন্ন জায়গা ঘুরে পরিস্থিতি দেখেন। তাদের সঙ্গে ছিলেন হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছে যে ছুটির দিনে আধিকারিকরা এবং কাউন্সিলর কেন পরিদর্শনে এলেন? পরিদর্শনের পর রাস্তাঘাট আদৌ সুগম হবে না কি হাল একই রকমের থেকে যাবে। ইতিমধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। রাস্তার একাধিক জায়গাতে জল জমতে শুরু করেছে। যা থেকে ডেঙ্গির আতঙ্কে ভুগছে স্থানীয় বাসিন্দারা ।